ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিচ্ছেদের পর লং ড্রাইভে সায়ন্তিকা, সঙ্গী কে?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

টালিগঞ্জের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। সম্প্রতি তার ব্রেক আপ হয়েছে। জয় মুখার্জির সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। বিচ্ছেদের পর ক্ষুব্দ জয় রাতের আঁধারে সায়ন্তিকার গাড়ির ওপর হামলা চালায়।

আর এ ঘটনার জেরে শেষ পর্যন্ত মামলা করেন সায়ন্তিকা। এরপর রাতেই পুলিশ জয়কে গ্রেপ্তার করে। আট বছরের সম্পর্ক! সমস্যাটা কোথায় ছিল? জবাবে সায়ন্তিকা বলেছিলেন, কয়েক মাস আগে ব্রেকআপ হয়েছে।

কিন্তু এমন কিছু তো ঘটেনি যে মারমুখী হতে হবে। আরও দশজনের তো ব্রেকআপ হয়। কী গণ্ডগোল হয়েছে সেটা অ্যাবসোলিউটলি পার্সোনাল, সেটা আমি প্রাইভেটই রাখতে চাই। যখন আমি সম্পর্কটায় ছিলাম, ওপেনলি বলেছি।  

বিচ্ছেদ বিতর্ক ছাপিয়ে এবার নিজের জন্য একটি গাড়ি কিনলেন সায়ন্তিকা। সাদা রঙয়ের মার্সিডিজ গাড়ি এখন নায়িকার গ্যারেজে রয়েছে। সায়ন্তিকার ইচ্ছে নতুন গাড়িতে চড়ে লং ড্রাইভে যাবেন। আর হ্যাঁ, নিজেই চালাবেন। কে হবেন সঙ্গী? সেটা অবশ্য খোলাসা করেননি।

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, হয়তো মনের মানুষ খুঁজে পেয়েছেন সায়ন্তিকা।

সায়ন্তিকা ক্যারিয়ার শুরু নাচ ধুম মাচা লে রিয়েলিটি শো-এর মাধ্যমে। এরপরে টার্গেট, হ্যাংওভার, মনে পড়ে আজও সেই দিন সিনেমায় অভিনয় করেন।

এই নায়িকা ২০১২ সালে প্রথম ‘আওয়ারা’ নামে বাণিজিক সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন। এতে তার নায়ক ছিলেন জিৎ। এরপর বিন্দাস, হিরোগিরি, অভিমানসহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

এসি   

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি